ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৩
চলমান বোরো সংগ্রহ মৌসুমে চাল সংগ্রহের জন্য ৫০ কেজি বস্তার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে খাদ্য অধিদপ্তর। সম্প্রতি এ নির্দেশনা দিয়ে দেশের ৮ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলমান বোরো সংগ্রহ ২০২৩ সফল করার লক্ষ্যে চাল সংগ্রহের ক্ষেত্রে ৩০ কেজির বস্তার পাশাপাশি ৫০ কেজি ধারণক্ষম বস্তার ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এক্ষেত্রে, সংগ্রহ মৌসুমের সম্ভাব্য গম ও ধানের বিভাজন অনুযায়ী এলএসডিগুলোতে প্রয়োজনীয় বস্তা রেখে ভিজিডি ও বিতরণের পরিকল্পনা করে ৫০ কেজি বস্তায় চাল সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হলো।
এর আগে ০৭ মে বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য ৩০ এবং সিদ্ধ চাল ৪৪ টাকা।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD