সিলেটে রাস্তার পাশে মিললো মৃত নবজাতক

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৩

সিলেটে রাস্তার পাশে মিললো মৃত নবজাতক

সিলেটের গোলাপগঞ্জের রাস্তার পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) বেলা ১১টার উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের রাস্তার পাশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, কানিশাইল রাস্তার পাশেএক নবজাতকের মৃতদেহ উদ্ধার পড়ে থাকতে দেখে জনতা ভীড় করেন। ঘটনাটি থানায় জানানো হলে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) পার্থ সারথির ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারও আলামত সংগ্রহ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাস্তার পাশে মৃত এক নবজাতক পাওয়া গেছে। কিন্তু এজন্য কারা দায়ী, তা এখনো নিশ্চিত হতে পারিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ