মেয়র পদে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

মেয়র পদে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

রোববার (৭ মে) সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পেলেও তারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

অন্যদিকে বিএনপি দলীয়ভাবে সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। তবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নেবেন কিনা এটা এখনো নিশ্চিত নয়।

এখন পর্যন্ত মেয়র পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সিসিক নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা কামাল হোসেন।

তিনি জানান, আগামী ২৩ মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৫ মে মনোনয়ন বাছাই এবং ১ জুন মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে রোববার সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত ৪২টি সাধারণ ওয়ার্ডে ২০৮ জন এবং ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দারুল হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন এবং লিডিং ইউনিভার্সিটি সিলেট থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেছেন। তিনি নগরের শিবগঞ্জ সোনারপাড়ার বাসিন্দা।

এস এ

এ সংক্রান্ত আরও সংবাদ