‘৬ বছরে ৩০০ শিশুকে অপহরণ করেছে একটি চক্র’

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩

‘৬ বছরে ৩০০ শিশুকে অপহরণ করেছে একটি চক্র’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, রাজধানী উত্তরার একটি চক্র দীর্ঘ ৬ বছরে ৩০০ শিশুকে অপহরণ করেছে। এতদিন তারা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।

শনিবার (৬ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এই চক্রের মূল হোতা এবং সহযোগীদেরকে আমরা গ্রেফতার করেছি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিল্টন মাসুদ (৪৫), শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)। তারা ছয় বছর ধরে শিশু অপহরণের এ কাজটি করে আসছিলেন। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশুকে অপহরণ করে আসছিল। যাদের বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে তাদেরকে টার্গেট করত তারা। এ ছাড়া যাদের কাছে মোবাইল থাকত না কিন্তু বাবা-মায়ের ফোন নাম্বার মুখস্থ থাকত তাদেরকেও টার্গেট করা হতো।

তিনি বলেন, পুলিশের কাছে উত্তরা পূর্ব থানায়‍ শিশুদের অপহরণ করে চাঁদা দাবির একটি অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আমরা তাদের কাছ থেকে উল্লেখযোগ্য তথ্য পেয়েছি। চক্রটিকে সহযোগিতা করতেন শাহীন ও সুফিয়া। চক্রটি এ পর্যন্ত ৫০০ থেকে ৬০০ শিশুকে টার্গেট করেছিলেন। সেই টার্গেট থেকে ৩০-এর অধিক শিশুকে অপহরণ করে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করেছেন। এই চাঁদার পরিমাণ ক্ষেত্র বিশেষে ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকাও হয়েছে।

মোহাম্মদ মোর্শেদ আলম আরও বলেন, তাদের অপহরণের ধরণটা ভিন্ন। তারা শিশুদের সঙ্গে ভালো ব্যবহার করত। এটা ছিল কৌশল। চক্রটি প্রথমে শিশুদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত। অপহরণকারী তাদের বাবা-মায়ের পরিচিত বলে ভাব জমাতেন। এরপর সেই শিশুকে লোভ দেখিয়ে তাদের পছন্দ মতো জায়গায় আসতে বলতেন। শিশুটি সেখানে গেলে তারা তাকে আটকে রেখে অভিভাবকদের ফোন করে ৫০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।