বিশ্বব্যাংকের নব-নির্বাচিত প্রেসিডেন্ট অজয় বাঙ্গাকে এড. সালেহ চৌধুরীর অভিনন্দন

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩

বিশ্বব্যাংকের নব-নির্বাচিত প্রেসিডেন্ট অজয় বাঙ্গাকে এড. সালেহ চৌধুরীর অভিনন্দন

বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গতকাল সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে নির্বাচিত করেছে। আগামী ২ জুন থেকে তাঁর পাঁচ বছরের মেয়াদ শুরু হবে। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হবেন।

নব নির্বাচিত ভারতীয় বংশধর অজয় বাঙ্গাকে হ্যাপী ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তত্ব অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী আজ এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে নব নির্বাচিত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, অজয় বাঙ্গাক আগামী দিনে বিশ্ব ব্যাপী অর্থনিতীর যে চেলেঞ্জ রয়েছে তা নব নির্বাচিত চেয়ারম্যান সহসাই মোকাবেলা করতে সক্ষম হবেন। তিনি নব নির্বাচিত বিশ্ব ব্যাংক চেয়ারম্যানের আগাম মঙ্গল কামনা করেন।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করবেন। অন্যদিকে আইএমএফের শীর্ষ পদে নিয়োগ দেয় ইউরোপীয় ইউনিয়ন।

এছাড়াও ইতিমধ্যেই অজয় বাঙ্গাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ইতিহাসের এই ক্রান্তিকালে বিশ্বব্যাংককে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষ অজয় বাঙ্গার। সরকারি-বেসরকারি সম্পদ সংগ্রহ করার ক্ষেত্রে বাঙ্গার প্রভূত অভিজ্ঞতা আছে। জলবায়ু পরিবর্তনসহ এ সময়ের অন্যান্য গুরুতর সমস্যা নিরসনে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।’

অজয় বাঙ্গার ব্যাপারে এক সাক্ষাৎকারে আমেরিকার অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছিলেন, বিশ্বব্যাংকের শীর্ষ পদে অজয় বাঙ্গা সবচেয়ে যোগ্য ব্যাক্তি।

সর্বশেষে অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী বিশ্ব ব্যাংকে এর পরবর্তী প্রেসিডেন্টের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ