ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩
সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের ধরপাকড় ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি, গ্রেফতার ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর বন্ধের আহ্বান জানান তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, কোন উস্কানী ছাড়াই বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশী তল্লাশীর ঘটনায় সিলেটজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জণমনে আতঙ্ক বিরাজ করতেই মূলত এই ধরপাকড় চালানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। কারণ বিএনপি এই সরকারের অধীনে সিটি সহ সব ধরনের নির্বাচন থেকে বিএনপি বিরত রয়েছে। এরপরও ব্যাপক ধরপাকড় প্রমাণ করেছে এই সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবেনা। তাই বিএনপি কোনভাবেই এই সরকারের অধীনে নির্বাচনে যাবেনা।
তিনি বলেন, গত মঙ্গলবার থেকে সিলেট নগরীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। প্রতিদিনই গণহারে গ্রেফতার চলছে। ফলে গ্রেফতারকৃত নেতাকর্মীদের তালিকা দীর্ঘ হচ্ছে। গণতান্ত্রিক দেশে পুলিশের এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD