ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৩
খাসদবীর সৈয়দ মুগনী আবাসিক এলাকার গলির মূখে স্থাপিত পেপার স্ট্যান্ড জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) বিকাল ৫টায় পেপার স্ট্যান্ডের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিনের পরিচালনায় প্রদিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা সৈয়দ মনজ্জির হুসেন ও মাহবুব চৌধুরী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্ট্যান্ডের কাছে কলোনীতে বাস করা মাদক সেবনকারী, ছিনতাইকারীরা এই অপরাধ করে থাকতে পারে। চুরি, ছিনতাই, ইভটিজিং, বিশৃঙ্খলা সহ বিভিন্ন অপরাধ কান্ডে তারা জড়িত রয়েছে। এলাকায় বিশৃঙ্খলা, অপরাধে এদেরকে এর আগেও এলাকার পাঞ্চায়িত বিতাড়িত করেছিল। কয়েক মাস আগে এসে আবার তারা আস্তনা গড়ছে। গত কয়েক দিন আগে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করতে কলোনীর মালিককে অনুরোধ করেছিল স্থানীয় পাঞ্চায়িত কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে মাশুক আহমদ, আবুল ফয়েজ চৌধুরী, আনার আহমদ, শেখ আব্দুল মনাফ, কুদ্দুস আহমদ, শামীম আজাদ, সোহেল আহমদ, মকবুল হোসেন, মনিরুল ইসলাম, সৈয়দ শাহিদ হোসেন শাবু, শাহ আলী আশফাক অপু, রফিক মিয়। উপস্থিত ছিলেন-মুজিবুর রহমান, তারেক আহমদ, লায়েক আহমদ, লায়েকুর রহমান, সিদ্দিক মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD