রাজধানীতে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৩

রাজধানীতে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ মো. কামাল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তান বাজার এলাকার ভিস্তা লাইটিং (বিডি) ইলেকট্রনিকস দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামিকে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আসামি কামালের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এস এ