ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি সালা উদ্দিন সালাই’র অকাল প্রয়ান

প্রকাশিত: ৬:২১ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৩

ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি সালা উদ্দিন সালাই’র অকাল প্রয়ান

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া কাজিরগাঁও নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..।)

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৩) বছর। তিনি এক পুত্র ও এক কন্যা স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।

 এদিকে, সালা উদ্দিন সালাই‘র অকাল প্রয়ানে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার ৩ মে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু এক শোক বার্তায় সালা উদ্দিন সালাই’য়ের রুহের মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তারা বলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সালা উদ্দিন সালাই’ বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী থেকে লড়াই সংগ্রাম করেছেন। তার মুত্যুতে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ গভীর শোকাহত।

তাহার জানাযায় উপজেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংঘনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ