ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৩
সিলেটে বসবাসরত জকিগঞ্জের বাসিন্দাদের সাথে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভা চলছিল। বুধবার (৩ মে) রাতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন মহানগর আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ।
বক্তব্যের এক পর্যায়ে আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘আমার পরিবারে আমরা চার ভাই। আনোয়ারুজ্জামান আমার পরিবারের আরেকটি ভাই। এখন থেকে আমরা পাঁচ ভাই। আপনারা (সিলেটে বসবাসরত জকিগঞ্জবাসীর উদ্দেশ্যে) আমাকে আমার সুখে দুঃখে যেভাবে সমর্থন দিয়েছিলেন সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই আপনারা আমার ভাই আনোয়ারজ্জামানকে তার থেকেও বেশি সমর্থন দিয়ে ২১জুন নৌকার মার্কায় বিজয় নিশ্চিত করবেন।’
আসাদ উদ্দিন আহমদের এমন বক্তব্যের মধ্যে হঠাৎ মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর।
তিনি আসাদ উদ্দিন আহমদের পা ছুঁয়ে সালাম করেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরেন আসাদ উদ্দিন। এতে উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের পাশাপাশি উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডা. মুর্শেদ আহমদ চৌধুরী।
সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসাদ আরও বলেন, ‘আমিও নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামানকে নৌকার মনোনয়ন দিয়েছেন এতে আমার কোন দু:খ নেই। আনোয়ারুজ্জামান আমার ভাই। আমি দলীয় সিদ্ধান্তে অনঢ় থেকে আমার ভাই আনোয়ারুজ্জামানের সাথে থেকে নৌকার বিজয়ে মাঠে থেকে কাজ করে যাব।’
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD