সড়ক দুর্ঘটনায় নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে বিএনপি নেতা মনসুর

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩

সড়ক দুর্ঘটনায় নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে বিএনপি নেতা মনসুর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা মরহুম আতাউর রহমান কুটি এবং ছাত্রদল নেতা মরহুম সজিব ও লুৎফুর এর পরিবারকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ রুবেল এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে নিহতদের নিজ বাসভবনে আর্থিক সহায়তা প্রদান করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, স্বেচ্ছাসেবক দল নেতা আহসান মাহবুব, মহানগর যুবদল নেতা এমদাদুল হক স্বপন, জেলা যুবদল নেতা মাসুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ সরওয়ার রেজা, আবু সালেহ তাহের, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ হোসেন সাবু, যুবদল নেতা সাইদ মাহমুদ ওয়াদুদ,১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিব, সোহেল আহমদ, লিয়াকত আলী ইমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমাম উদ্দিন রুজেল, লায়েক আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ