ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মে ২, ২০২৩
জকিগঞ্জে অটোবাইক ও ট্রলির সংঘর্ষে এক ভাই নিহত অপর ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়নের গোয়াবাড়ী রাস্তার সংযোগ স্থলে ট্রলিগাড়ীটি অটোবাইককে ধাক্কা দিলে অটোবাইক যাত্রী ঘেচুয়া গ্রামের জমিল আহমদের ছেলে মাহফুজ আহমদ (৯) ঘটনাস্থলেই নিহত হয়। তার ছোট ভাই মাছরুর আহমদ (৭) মারাত্মক আহত হয়ে সিলেট এমএসজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঘেচুয়া গ্রামের দিনমজুর জমিল আহমদের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে অটোবাইক যোগে আত্মীয়ের বাড়ী হইতে বাড়ি ফিরছিলেন। জকিগঞ্জ-সিলেট সড়ক ও গোয়াবাড়ী রাস্তার সংযোগস্থল গোয়াবাড়ী যাত্রী ছাউনীর পাশে পৌছিলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রলিগাড়ী অটোবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই ট্রলি মালিক ও চালক গোয়াবাড়ী গ্রামের বাদল মিয়ার ছেলে ছানু আহমদ পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।
জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ ট্রলিচালক ছানু আহমদকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD