আমিরুন্নেছার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড’র শোক

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ২, ২০২৩

আমিরুন্নেছার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড’র শোক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মুকিত এর স্ত্রী ও বদরুল আলম বাবলা এর মাতা মরহুম মোছা. আমিরুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সন্তান কমান্ডের সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি জরদান শাহ, সহ সভাপতি ও ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, সদস্য ডিপজল পার্থ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সভাপতি কাবুল শাহ প্রমুখ।

মঙ্গলবার (২ এপ্রিল) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম আমিরুন্নেছা সোমবার (১ এপ্রিল) সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি অশংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ