ট্রলির চাপায় আজমিরীগঞ্জে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২৩

ট্রলির চাপায় আজমিরীগঞ্জে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ধান গাছ বোঝাই ট্রলির চাপায় প্রাণ হারিয়েছেন মাড়াই মেশিনের শ্রমিক। নিহত আমিনুর মিয়া (৩৫)। রোববার বেলা ২টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের শান্তিপুর নোয়াপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর শিবপাশা গ্রামের মাফু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধানগাছ বোঝাই একটি ট্রলি বানিয়াচং-আজমিরীগঞ্জ রোড থেকে শান্তিপুরের নোয়াপাড়া গ্রামের সরু রাস্তায় ঢুকছিল। অন্যদিকে আমিনুর ও তার সহযোগীরা বিপরীত দিক থেকে ধানের মাড়াইকলবাহী ঠেলাগাড়ি টেনে বড় রাস্তায় উঠছিলেন। এ সময় ধানগাছ বোঝাই ট্রলিটি মাড়াইকলের ঠেলাগাড়ি টানতে থাকা আমিনুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ