আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর: আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২৩

আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই এই সরকারারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শেখ হাসিনা সরকার সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সোমবার (১ মে) নগরীর বন্দরবাজারে ব্রাহ্মণ মন্দিরে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার ১৯তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকনের সভাপতিত্বে ও জ্যেতি মোহন বিশ্বাস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্রাচার্য্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, প্রনব কুমার দেবনাথ, চন্দন দাশ, রঙ্গলাল বিশ্বাস, অবিনাশ বিশ্বাশ, প্রণথ সরকার, রাজেন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সুষমা বিশ্বাস যাদব, সচিন্দ্র পুরকায়স্থ, সাবেক ছাত্রনেতা অরুন দেবনাথ সাগর, রায়হান চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ