ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩
দেশবরেণ্য সংগীতজ্ঞ মরহুম ওস্তাদ হোসেইন আলী প্রতিষ্ঠিত সিলেট নূপুর সংগীতালয়ের ৫১ তম বর্ষপূর্তি অনুষ্ঠান শনিবার (২৯ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, শুভেচ্ছা স্মারক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগীতালয়ের সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে ও শিল্পী প্রিয়াংকা দাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক এম এ হান্নান, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশিদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগীতালয়ের পরিচালক কন্ঠশিল্পী তুহিন আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট আব্দুল মালিক সিহান, বিশিষ্ট গীতি কবি আব্দুল আজিজ চৌধুরী, মাধুরী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি বাউলশিল্পী ফকির মাহমুদা আক্তার, বিশিষ্ট সংগীত শিল্পী শামিম আহমদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গজমফর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জালালাবাদী, শিল্পী ফকির মাহবুব, শিল্পী মাসুম জামান, বিশিষ্ট কবি শামসুল হক, কবি ফরিদ আহমদ, শিল্পী অপু দাশ, শিল্পী ও সাংবাদিক এম রহমান ফারুক, শিল্পী জনি সরকার, শিল্পী সুপ্রিয়া দেব, গীতিকবি এম এ কাশেম সরকার, শিল্পী মাসুম সরকার, বিশিষ্ট সংগঠক ফিরোজ আহমদ, সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, বাউল সেজু সরকার, বাউল জুলেখা, বাউল আলাউদ্দিন, বাউল বশির সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD