ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে: এড. নাসির খান

প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে: এড. নাসির খান

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নৌকার প্রার্থী চুড়ান্ত করেছেন। সকলে ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় মানেই তৃণমূলের বিজয়, নৌকার বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের জাতিতে উন্নীত হয়েছি। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হবে, একটি স্মার্ট বাংলাদেশ হবে, একটি তথ্যপ্রযুক্তির বাংলাদেশ হবে। আনোয়ারুজ্জামানের নেতৃত্বে আমরা সিলেটকে স্মার্ট সিটি বানাতে চাই ।

শনিবার রাতে নগরীর মাছুমদিঘীরপার এলাকায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন আগামী ২১জুন এর নির্বাচনে একেকজন মুজিব সৈনিক, একেকজন আনোয়ারুজ্জামান হয়ে সেন্টার পাহারা দিবেন, সেন্টারে কাজ করবেন। প্রতিটি মা বোনের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন।

জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, রমিজ উদ্দিন, শান্ত দেব, সুজেল আহমদ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, এমদাদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, জেলা ছাত্রলীগ নেতা এম আর মুহিব প্রমুখ।

সন্ধ্যা থেকে বৈরী আবহাওয়ায় উপেক্ষা করে সভায় বৃহত্তর তেলিহাওর আওয়ামী লীগ পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ