ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
সিলেটের জকিগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকা থেকে লবিব আহমদ (৪২) নামের ওই আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।
লবিব পশ্চিম লোহারমহল গ্রামের মৃত তাহির আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, সিলেটের বিয়ানীবাজার থানায় ২০১৩ সালে একটি মাদক মামলা লবিবের বিরুদ্ধে দায়ের করা হয়। ওই মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
কিন্তু আসামি লবিব পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একদল পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে লবিব আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD