ডিসেম্বরেই রাজাকারদের তালিকা করা হবে: সিলেটে মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

ডিসেম্বরেই রাজাকারদের তালিকা করা হবে: সিলেটে মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে আইন পাস হয়েছে। আগামী ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন করা হবে।

মঙ্গলবার সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়ে কমিটি করা হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলবেন। এটা আমার দেওয়ার ক্ষমতা নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ