গোলাপগঞ্জে ২৫ বছর পর পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

গোলাপগঞ্জে ২৫ বছর পর পলাতক আসামি গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে প্রতারণার মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি সেবুল আহমদ (৪২), সে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বরায়া দক্ষিণভাগ রামপা গ্রামের নানু মিয়ার ছেলে।

রবিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে প্রতারণার মামলায় ৩ বছরের সাজা থেকে বাঁচতে ২৫ বছর ধরে পলাতক ছিল বলে পুলিশ সুত্রে জানা যায়।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ২৫ বছর পূর্বে একটি প্রতারণার মামলা হয়েছিল। সেই মামলায় পাওয়া ৩ বছরের সাজা এড়াতে দীর্ঘ ২৫ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ