সিলেটে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

সিলেটে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হত্যার হুমকি, থানায় জিডি

ডেস্ক রিপোর্ট:: সারাবছর আবাসিক এলাকায় চলে জুয়ার দান। সাথে মাদকের জমজমাট আসর। এলাকার সবাই জানলেও প্রতিবাদ করেননা কেউ। কারণ, এসব অপকর্মের সাথে জড়িতরা খুবই প্রভাবশালী। রমজানের পবিত্রতা রক্ষায়ও তাদের কোন গরজ নেই। এই জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন একজন। কিন্তু তারা তাকেও হত্যার হুমকি দিয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের হযরত শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন প্রতিবাদকারী যুবক।

বুধবার (১৯ এপ্রিল) তিনি এ ডায়রি দায়ের করেন (নং ১০৯৩)। তার নাম সৈয়দ নাহিদ রহমান ( সাব্বির)। তিনি সিলেট সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের সৈয়দানিবাগ উন্মেষ-২০ ঠিকানার মৃত সৈয়দ মুহিবুর রহমানের ছেলে। তিনি ওই এলাকার উন্মেষ সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও সিলেটের ব্যবসায়ীদের সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্সের সদস্য।

জিডি সূত্রে এবং নাম প্রকাশের অনিচ্ছুক সচেতন কয়েকজন এলাকাবাসীর সাথে আলাপকালে জানা গেছে, সৈয়দানিবাগ তেররতন এলাকার মালেক মিয়ার কলোনিতে দীর্ঘদিন থেকে জুয়া ও মাদকের আসর বসিয়ে গোটা এলাকার পরিবেশ নষ্ট করছে একটি প্রভাবশালী মহল। তাদের নেতৃত্বে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪নং ওয়ার্ড বিএনপির বর্তমান সিনিয়র সহসভাপতি, সৈয়দানীবাগ উন্মেষ-২৮ ঠিকানার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের মালেক (৫০)।

খোঁজ নিয়ে জানা গেছে, মালেক বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং এলাকায় একজন খারাপ প্রকৃতির মানুষ হিসাবে পরিচিত। এমনকি তিনি ব্রাম্মণবাড়িয়ায় দায়েরকৃত একটি হত্যা ও ডাকাতি মামলায় (নং ১৮ (৫) ০২) দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

এমন একজন দাগী অপরাধী হওয়া সত্ত্বেও মালেক দীর্ঘদিন থেকে সৈয়দানীবাগ তেররতনের একটি কলোনি দখল করে সেখানে মাদকের আড্ডা ও জুয়ার আসর চালিয়ে যাচ্ছেন। এমনকি পবিত্র রমজান মাসেও চলছে তাদের এই আসর।

রমজানের শুরু থেকেই তাদের এসব কাজের প্রতিবাদ করছিলেন সৈয়দ নাহিদ রহমান সাব্বির। কিন্তু মালেক ও তার সাঙ্গপাঙ্গরা তাকে কোন পাত্তা না দিয়ে উল্টো নানাভাবে তাকে ব্যাঙ বিদ্রুপ ও হয়রানি করছিল। এ অবস্থায় গত ১৪ এপ্রিল রাতে মালেকের জুয়া ও মাদকের আসরে অভিযান চালায় শাহপরাণ থানা পুলিশ।

অভিযানের সময় সরাসরি জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। অন্যান্য জুয়াড়িরা পালিয়ে যায়। এসময় সেখানে ফেন্সিডিলের কয়েকটি খালি বোতল, ৮/৯ পোটলা গাঁজা, হেরোইন ও ইয়াবা সেবনের আলামত জব্দ করে। এ ব্যাপারে শাহপরাণ থানার এসআই মিল্টন রায় চৌধুরী বাদি হয়ে গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করেন (নং ১৬/ ১৫/০৪/২৩)।

আটককৃত জুয়াড়িরা আদালত থেকে ছাড়া পেয়ে এলাকায় ফিরেই নাহিদকে নানাভাবে হুমকি ধমকি দিতে শুরু করে। সর্বশেষ গত বুধবার (১৯ এপ্রিল) দুপুুর পৌণে ১২টার দিকে আব্দুল কাদের মালেকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে (নং ০১৭৩৭৭৬৯৮১২) নাহিদের মোবাইলে কল দিয়ে তাকে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয়।

নাহিদ তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত অপরাধী মালেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা পুলিশ।

কলোনি দখল করে জুয়া ও মাদকের আসর চালানোর অভিযোগ এবং হত্যার হুমকি দেয়ার ব্যাপারে জানতে চেয়ে আব্দুল কাদের মালেকের মোবাইলে বৃহস্পতিবার রাতে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

এ সংক্রান্ত আরও সংবাদ