সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এড. সালেহ চৌধুরী

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এড. সালেহ চৌধুরী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টি (পুনর্গঠন প্রক্রিয়া) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী এম এ সালেহ চৌধুরী বলেছেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে শু্ক্রবার (২১ এপ্রিল) এডভোকেট সালেহ চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে সিলেটকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ