সকল ভেদাভেদ ভুলে ধনী গরীব এক কাতারে সামিল হওয়ার দিন ঈদ: আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

সকল ভেদাভেদ ভুলে ধনী গরীব এক কাতারে সামিল হওয়ার দিন ঈদ: আনোয়ারুজ্জামান চৌধুরী

কাজী আব্দুল বারী মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সিলেট সিটি কর্পোরেন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে ধনী গরীব এক কাতারে সামিল হওয়ার দিন ঈদ। ঈদের আনন্দ বিশ্ব মুসলিম উম্মাহ্র ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক আজকের দিনে এই প্রত্যাশা। তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগী করতে তিনি কাজী আব্দুল বারী মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগ সত্যিই প্রশংশনীয়।

তিনি শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর চালীবন্দরে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

ট্রাস্টের চেয়ারম্যান কাজী মুকিত সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পি।

তাছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মবশ্বির আলী, সাদিকুর রহমান সাদিক, ১৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ হোসেন মুসা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ