ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সরকারি আলীয়া মাদ্রাসা প্রাত্তন ছাত্র পরিষদের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, রমজানের শিক্ষা যেন আমরা সারা বছর নিজেদের জীবনে প্রয়োগ করি। কোরআন হাদিসের আলোকে জীবন, ব্যবসা-বানিজ্য রাজনীতি, অর্থনীতি পরিচালিত করতে পারলে সাফল্য সমৃদ্ধি ও অগ্রগতি হবে। সিলেটের ঐতিহ্যবাহী এই সরকারি আলীয়া মাদ্রাসায় উন্নয়ন না হওয়ায় আজ পিছিয়ে পড়ছে। বিএনপি সরকার গঠন করলে সিলেট আলীয়া মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় মাদ্রাসা ছাত্র পরিষদ আয়োজিত মাহে রমজানে মাসব্যাপী কোরআন প্রশিক্ষনের সমাপনী, পুরস্কার বিতরনী ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যান পরিষদ এর সিলেট মহানগরের ভাইস চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শাহজালাল, আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র প্রতিনিধি হাফিজ মাহবুবুর রহমান ফাহিম চৌধুরী, বর্তমান ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সহকারী ছাত্র প্রতিনিধি আবু সাঈদ খুদরি, সহকারী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মনোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD