ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩
রমজান মাসে বরাবরই দেখা যায় ইফতার পার্টির হিড়িক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়মিত আয়োজন করে। কিন্তু এবার ব্যতিক্রমী আয়োজন করেছে বিসিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে গরীবদের খাবার বিতরণ করা হচ্ছে।
সোমবার বিসিবি সভাপতি মিরপুরের একাডেমি মাঠে ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর তিনি জানিয়েছেন, সারা দেশে প্রায় ছয় হাজার পরিবারের জন্য খাবার প্যাকেট করেছেন তারা। যেগুলো বিতরণ শুরু হয়েছে ইতোমধ্যে।
পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদিও দলের জন্য বলেছে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের জন্য। উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার এই নির্দেশ ক্রমে আমরা আসলে আজকে শুরু করেছি। ’
‘এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডস ম্যান, সিকিউরিটি, ক্লিনারস এদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেছে আজকে, এখানকার মাদরাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি। ’
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD