মকন মিয়ার মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রকাশ

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

মকন মিয়ার মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রকাশ

সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার (১৬ এপ্রিল) প্রেরিত এক শোকবার্তায়, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম ও সদস্য সচিব আব্দুর রহমান রিপন বলেন, আলহাজ্ব মকন মিয়া ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ, সালিশ ব্যক্তিত্ব, সমাজ হিতৈষী ও ব্যবসায়ী নেতা। মরহুমের ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করে মহান প্রভুর নিকট জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ