ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও নয়জন।
দুবাই সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার বিকেলে আল-রাসে আগুনের সূত্রপাত হয়।
খালিজ টাইমস বলছে, শনিবার দুপুর সাড়ে ১২টার পর দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে প্রথমে আগুনের বিষয়ে জানানো হয়। পরে একটি দল ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শুরু করে।
বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো এই অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় কুলিং অপারেশন।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সিভিল ডিফেন্সের ওই মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে, যার ফলে আগুন লেগে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত পরিচালনা করা হচ্ছে।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD