ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩
ঈদের আগেই কেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা আইন-শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।
ঈদের ঠিক আগে একের পর এক রাজধানীর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে, যার অধিকাংশই ভোরে ঘটছে। এ আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বা নাশকতা কিনা জানতে চাইলে ডিজি বলেন, আমি আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এ বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
তিনি বলেন, উৎসুক জনতা ভিড় করে আগুন নিয়ন্ত্রণ কাজকে ব্যাহত করছেন। আমি আহ্বান জানাবো শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তবে আমাদের কাজ আরও সহজ হবে।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD