সিলটি পাঞ্চায়িত এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩

সিলটি পাঞ্চায়িত এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট বিভাগের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষে গঠিত সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তফা মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন দূনীতি মুক্তকরণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মকসুদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট মামুন রশিদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মকন স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম।

সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, কবি বাহা উদ্দিন বাহার, মো. মাহাজারুল ইসলাম মেনন, বাউল শিল্পী আলাউদ্দিন, সিলেট সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোকন মিয়া, শিক্ষা নবিশ আইনজীবী আনিকা তাহসিন, তানিয়া আক্তার, আজাদ আহমদ প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন এডভোকেট আব্দুল হান্নান।

এ সংক্রান্ত আরও সংবাদ