সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ’র পিতার মৃত্যুতে এড. সালেহ চৌধুরী শোক

প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ’র পিতার মৃত্যুতে এড. সালেহ চৌধুরী শোক

নিউজ ডেস্ক : জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা এজাজ আহমদ শিহাব’র পিতা জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার গর্ভনিংবডির সহ-সভাপতি, জকিগঞ্জ বাজারের প্রাচীণ ‘দি কামাল ফার্মেসির স্বত্বাধিকারী, হাইদ্রাবন্দ গ্রামের প্রবীণ মুরব্বি ও শালিসি ব্যক্তিত্ব ডাক্তার মো. আব্দুল কাদির কাদু মিয়া মঙ্গলবার ১২:৩৫ মিনিটের সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বিকেল ৪ টায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এ দিকে মরহুমের মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লাহ তাআলা মরহুমকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মোকাম দান করেন সেই কামনা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাতীয় পার্টি (পুনর্গঠন প্রক্রিয়া) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী, সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী খান ও হবিগঞ্জ জেলার সভাপতি মোঃ জামাল মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ