ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩
ঢাকায় কুষ্টিয়ার অসুস্থ ও বেকার সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও ইফতার মহফিল করেছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজেএফডি)। শনিবার (৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টে সংগঠনটি এ আয়োজন করে।
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দন কুমারখালী উপজেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি শেখ রবিউল হক, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুর রউফ, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, দৌলতপুর সোসাইটি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খান আনসার আলী ও খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী। মোনাজাত পরিচালনা করেন মুন্সি তরিকুল ইসলাম।
ইফতার মহফিলে উপস্থিত সদস্যদের কাছে থেকে অসুস্থ সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেকার ও অসুস্থ সাংবাদিকের কোনো নাম বা ছবি প্রকাশ করা হয়নি।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD