পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগ

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার:: এ বছরকে নির্বাচনী বছর বলে অভিহিত করছেন অনেকেই। কয়েক মাসের মধ্যেই সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন। তফসিলও ঘোষণা করেছে ইসি।
এরপর পরই শুরু হবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো নিজেদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছে। বিশেষ করে পূর্ণাঙ্গ কমিটি তৈরির কাজ অনেক দলই ইতিমধ্যে সেরে ফেলেছে। এক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ এবার তারাও নিজেদের গুছিয়ে নেয়ার দিকে মনোযোগী হয়েছে।
সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করার প্রস্তুতি নিয়েছে সরকারি দলের সহযোগী এ সংগঠনটি। এ ব্যাপারে কেন্দ্র থেকে সারাদেশে ছাত্রলীগের সবগুলো ইউনিটকে পূর্ণাঙ্গ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
আর এই নির্দেশনার আলোকে কাজও শুরু করেছে বিভিন্ন ইউনিট। সিলেট মহানগর ছাত্রলীগ নেতৃত্ব প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দিষ্ট তারিখও ঘোষণা করেছেন।
আগামী ২০ এপ্রিলের মধ্যে সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃত্বে আসতে ইচ্ছুকদের তাদের জীবনবৃত্তান্ত সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জীবনবৃত্তান্তের সাথে আরও যেসব প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে সেগুলো হচ্ছে- পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, বর্তমানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সে প্রতিষ্ঠানের দেয়া প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি, সকল শিক্ষাগত সনদের ফটোকপি, সর্বশেষ শিক্ষাগত সনদ বা নম্বরপত্রের ফটোকপি।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ অনসিলেটকে জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী যতদ্রুত সম্ভব তারা জীবনবৃত্তান্তগুলো বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি করে তা অনুমোদনের জন্য পাঠিয়ে দিবেন। কোন অবস্থাতেই কালক্ষেপনের কোন সুযোগ নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ