ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩
নিউজ ডেস্ক : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক খোঁজখবর রাখছেন জাতীয় পার্টি (পুনর্গঠন প্রক্রিয়া) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী এডভোকেট এম এ সালেহ চৌধুরী । আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমের জন্য ধন্যবাদ প্রদান করছেন তিনি।
জাতীয় পার্টির সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও বিমান, নৌ বাহিনী ও বিজিবি সদস্যরা।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।
এছাড়া আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়েছেন নৌবাহিনীর কর্মীরাও।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD