নবগঠিত ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুনু মিয়া মঈন

প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

নবগঠিত ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুনু মিয়া মঈন

নিউজ ডেস্ক : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং মুক্তিযোদ্ধা গুচ্ছ গ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ¦ কাজী মো. রুনু মিয়া মঈন।

তিনি দীর্ঘদিন যাবত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ৩৪ নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করে যেতে চান।

এই বিষয়ে আলাপকালে আলহাজ¦ কাজী মো. রুনু মিয়া মঈন জানান, আমি মানব সেবা করে ওয়ার্ড বাসির পাশে থেকে কাজ করে যেতে চাই। এই ওয়ার্ডের প্রত্যেক মানুষ আমার আত্মীয়। তাদের সকল বিপদে আমি পাশে ছিলাম আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো জানান, আগামী সিসিক নির্বাচনে আমি আপনাদের দোয়া নিয়ে প্রার্থী হতে চাই। এলাকার উন্নয়নের সকলের পাশে থাকতে চাই। ‘নির্বাচনে জিতে মাদকমুক্ত একটি ওয়ার্ড উপহার দিতে চাই। সবার কাছে একটাই প্রত্যাশা থাকবে যেন ভোটে বিজয়ী করে আমাকে সেই সুযোগ দেন ভোটাররা।’

এ সংক্রান্ত আরও সংবাদ