একজন জনতার আনোয়ারুজ্জামান চৌধুরী : শহীদ চৌধুরী

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

একজন জনতার আনোয়ারুজ্জামান চৌধুরী : শহীদ চৌধুরী

নিউজ ডেস্ক : আজ সকাল থেকেই জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। সারাদিন অনেক মানুষ উনার বাসায় এসেছেন দেখা করেছেন। সবাইকে বিদেয় দিতে দিতে আসরের সময় হয়ে গেলে আমরা যারা ভাইয়ের সাথে ছিলাম কিছুটা চিন্তায় পড়ে যাই সিলেটের তিনপ্রান্তে ইফতার বিতরণ করে সোবহানীঘাট এলাকায় শ্রমজীবী মানুষদের সাথে ইফতার করতে হবে, এই সময়ে এবং এই শারীরিক অবস্থায় কী সম্ভব?

জনতার নেতা বলে কথা শরীর যতোই খারাপ হোক আসরের নামাজ বাসায় পড়েই সবাইকে নিয়ে বের হলেন, বর্তমান মেয়র মহোদয়ের উন্নয়ন কর্মকান্ডের (!) কারণে রাস্তায় রাস্তায় ভয়াবহ যানজট ঠেলে ৩৯ নাম্বার ওয়ার্ডে মহানগর ছাত্রলীগ সেক্রেটারী নাঈমের উদ্যোগে ইফতার বিতরণ করেন, উপস্থিত মিডিয়া কর্মীদের সাথে কথা বলেন।

সেখান থেকে আবার উল্টোদিক হয়ে যানজট ঠেলে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশের উদ্যোগে ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতার বিতরণে। সেখানেও উপস্থিত থাকা মিডিয়া কর্মীদের সাথে কথা বলেন।

ইফতারের সময়ও সন্নিকটে, যানজটও তীব্র, সোবহানীঘাটের আয়োজক ভাইয়েরাও ফোন দিচ্ছেন, হাতে সময়ও নেই! ভাই সবাইকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে বললেন ইনশাআল্লাহ ঠিক সময়েই ইফতারে গিয়ে পৌঁছাবো।

সঠিক সময়ে ইফতার আয়োজনের জায়গায় গিয়ে সবাইকে সুন্দর ভাবে সারি বদ্ধভাবে ইফতার সামনে নিয়ে মাঠে বসে থাকতে দেখে মনটাই ভালো হয়ে গেলো, চারদিকে পড়ন্ত বিকেলের আলোয় একটি মনোরোম পবিত্র আবহের সৃষ্টি হয়েছিল!

আনোয়ার ভাই সবার উদ্দেশ্যে কিছু কথা বললেন, এমন সুন্দর আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানালেন। আয়োজকরা মঞ্চে চেয়ার-টেবিলে ইফতার সাজিয়ে রাখলেন অতিথিদের জন্যে, মাগরিবের আজান একেবারেই সন্নিকটে, সবাইকে ইফতারের জন্যে বসার অনুরোধ করা হলো।

এমন সময় আনোয়ার ভাই মঞ্চে উপস্থিত শুয়েব ভাই ( সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার), বাকের ভাই ( ১৫ নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর), মতিন ভাই ( আনোয়ার ভাইয়ের স্কুল জীবন থেকে বন্ধু) , মঞ্জু ভাই (আয়োজক) দের বললেন সবার সাথে মাটিতে বসেই ইফতার করবেন!

সাথে সাথে সবাই ছোটাছুটি করে টেবিলের ইফতার মাটিতে নিয়ে সেখানে জায়গা করে সবার সাথে আনোয়ার ভাই সহ অতিথিবৃন্দদের বসান।

মোনাজাত হয়, মসজিদে আজান হয়, জনতার আনোয়ারুজ্জামান জনতাকে সাথে নিয়ে ইফতার করেন!

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের ইফতার কবুল করুন।

সিলেট সিটি কর্পোরেশনের জন্যে মাননীয় নেত্রী এমন মাটির মানুষকেই নির্বাচিত করেছেন যিনি অসুস্থ হোন কিংবা যেই পরিবেশেই থাকুন কিন্তু সর্বদা তাঁর জনগণের পাশেই থাকবেন!

 

লেখক : শহীদ চৌধুরী
সাবেক সহ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

এ সংক্রান্ত আরও সংবাদ