ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
নিউজ ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসেরকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে কয়েকজন ফায়ারকর্মীও আহত হয়েছেন।
এদিকে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ারকর্মীদের। তবে তাতে হাত গুটিয়ে বসে নেই তারা। আগুনের সঙ্গে ‘লড়াই’ করতে কৌশল বেছে নিচ্ছেন তারা।
ঘটনাস্থলে দেখা যায়, ভয়াবহ আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া থেকে নিজেদের রক্ষা করতে মুখে ভেজা গামছা বাঁধছেন ফায়ারকর্মীরা। গামছা দিয়ে নাক-মুখ ঢেকে নিচ্ছেন তারা।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা এ আগুন ৫ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস। এরইমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজার মার্কেট।
অন্যদিকে উত্তেজিত জনতা সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
উৎসুক জনতার হামলায় ফায়ার (মিডিয়া) রবিউল ইসলাম অন্তর (২৩) ও ফায়ার ফাইটার আতিকুর রহমান (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এছাড়া বঙ্গবাজারের দোকান মালিক শাহিন ও নিলয় নামে দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD