রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা লাভ করা যায়: আনোয়ারুজ্জামান

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা লাভ করা যায়: আনোয়ারুজ্জামান

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনীয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই আমাদের মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমরা সামনের জীবন পরিচালনা করতে হবে। রমজান মাসের সহমর্মিতার এই শুভ শিক্ষা ও প্রশিক্ষণ আমরা যদি বছরব্যাপী অনুশীলন করি, তবেই মানব সমাজে আর দেখা যাবে না কোনো রকম অসাম্য ও শ্রেণিবৈষম্য।

তিনি রোববার (২ এপ্রিল) সিলেট নগরীর পাঠানটুলার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সৈয়দপুর যুব পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

সৈয়দপুর যুব পরিষদের সভাপতি মোহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমেদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সৈয়দ ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, মির্জা আবুল বরাজ, সৈয়দ শফিকুল ইসলাম, মিজান কোরেশী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ