জাপার বর্ধিত সভা ও ইফতার বৃহস্পতিবার

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

জাপার বর্ধিত সভা ও ইফতার বৃহস্পতিবার

জাতীয় পার্টির বর্ধিত সভা ও ইফতার মাহফিল আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সভা সফল করার লক্ষ্যে মঙ্গলবার (৪ এপ্রিল) যৌথ সভা করবে দলটি। সোমবার (৩ এপ্রিল) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা ও ইফতার মাহফিল। যৌথ সভা ও ইফতার মাহফিল সফল এবং সার্থক করতে মঙ্গলবার দুপুর ২টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে।

যৌথ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এস এ

এ সংক্রান্ত আরও সংবাদ