ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩
নিউজ ডেস্ক : নিজ বাড়ি নিজের ইজিবাইক (টমটম) চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খেলন মিয়া (২৩) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত খেলন মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদরপাড়া গ্রামের গিয়াস মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদরপাড়া গ্রামে খেলন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক এবং সে শারীরিক প্রতিবন্ধী ছিল। ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করত। প্রতিদিনের মত তাঁর ইজিবাইকটি নিজ বাড়িতে চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD