ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে এক প্রাইমারি স্কুলে এলোপাথাড়ি গুলি হামলা চালিয়েছে এক তরুণী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও তিনজন প্রাপ্ত বয়স্ক। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরের কোভেন্যাট স্কুলে গতকাল সোমবার স্থানীয় সময় সকালে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। স্কুলটিতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এবং শিক্ষার্থীর সংখ্যা ২০০ জন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ওই তিন শিশুর বয়স ৯ বছর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন এবং প্রাপ্তবয়স্কদের বয়স ছিল ৬০ বছর।
নাশভিলে পুলিশ ডিপার্টমেন্ট বলছে, সোমবার নাশভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী অড্রে হেল এ হামলা চালিয়েছে। এরপর ওই ভবনে পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হেলের কাছে একটি রাইফেল, হাতবন্দুক ও পিস্তল ছিল। তিনি গুলি চালিয়ে ওই স্কুলে প্রবেশ করেন। হেলের কাছে ওই স্কুলের বিস্তারিত সম্পর্কে ম্যাপও ছিল।
পুলিশ ধারণা করছে, হেল ওই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন। পুলিশ প্রধান জন ড্রেক সাংবাদিকদের বলেছেন, হেলকে ট্রাসজেন্ডার হিসেবে সনাক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD