ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৩
নিউজ ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলায় হাসপাতালে অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার (২৭ মার্চ) সকালে আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৬ মার্চ) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ব্যক্তি উপজেলার আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু সেখের ছেলে মজনু সেখ (৪২)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
মজনু সেখের মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে গ্রামের আসেন। অসুস্থ বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। রোববার দুপুরে তার বাবাকে নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে মজনু হাসপাতাল থেকে বাড়ি যান। পরে বিশ্রাম না নিয়েই খেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে অসুস্থ বোধ করেন। পরে তাকে পরিবারের সদস্যরা বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহীতে রেফার করেন। পরে রোববার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ২টায় মারা যান তিনি।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD