ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিসিকের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
শনিবার (২৫ মার্চ) বাদ যোহর ডা. শিপলু নগরীর বিভিন্ন মাদ্রাসায় যান এবং প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। তিনি নগরীর কাজিরবাজার জামেয়া ইসলামিয়া, সোবহানিঘাট জালেয়া মাহমুদিয়া, নয়াসড়ক মাদ্রাসা, ভার্থখলা মাদ্রাসা ও দারুস সালাম মাদ্রাসা পরিদর্শন করেন।
এসময় তিনি শুভেচ্ছা স্বরূপ খেজুর ও শরবত কর্তৃপক্ষের হাতে তুলে দেন এবং ভবিষ্যতে যেকোন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ডা. শিপলু তার বাবা বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সকলের দোয়া চান।
মাদ্রাসা পরিদর্শনে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা, বিশিষ্ঠ মুরব্বী কামাল হোসেন কামরান, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক জাবেদ আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD