ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মহাফিলে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।
সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির পাঠাগার সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টচার্য্য, কোষাধ্যক্ষ কাউছার মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. মাজাহারুল হক, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেইন মঞ্জু, মো. কামাল আহমেদ, মো. মখলিছুর রহমান, আ স ম মুবিনুল হক শাহীন, জহিরুল ইসলাম রিপন, আসাদুর রহমান তারেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে।
সব শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD