আমুড়া ভূঁইয়ারপাড়া যুব সংঘ’র উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

আমুড়া ভূঁইয়ারপাড়া যুব সংঘ’র উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ভূঁইয়ারপাড়া যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ মার্চ) আমুড়া ভূঁইয়ারপাড়াস্থ মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছোটনের পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী নোমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামাল মিয়া, সানমুন ইলেকট্রিক এর প্রোপাইটার রাসেল আহমদ, ১নং পশ্চিম আমুরা ইউনিয়নের ইউ/পি সদস্য মুস্তাক আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমিন হাসান, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাহিদুল হাসান মাহিদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ