ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেটে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনী জনসভায় হত্যার পরিকল্পনা মামলায় তিন হুজি সদস্যকে স্বাক্ষীর জন্য আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লবের আদালতে তাদের হাজির করা হয়। তারা হলেন হুজি সদস্য মাওলানা আবু সাঈদ, আবু ওবায়েদ ও শাহজাহান।
উল্লেখ্য ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন হুজির সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়। শেখ হাসিনার জনসভা ছিল সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তিনি সভাস্থলে পৌঁছার পর রাত আটটার দিকে কাছাকাছি এলাকায় একটি মেসে জঙ্গিদের তৈরি বোমা বিস্ফোরিত হয়ে যায়। শেখ হাসিনা তখন সভামঞ্চে ছিলেন। এ ঘটনায় ঘটনাস্থলে দুই জঙ্গি নিহত হন। আহত অবস্থায় হুজি-বির দুই সদস্য মাসুদ আহমেদ শাকিল ও আবু ওবায়দা গ্রেপ্তার হন
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD