ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের ৭, ৮ ও ৯, ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মিনারা খাতুনের মেয়ে মোছা. সাদিয়া আক্তার (১১) ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সে সম্বদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম জানান, সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় সাদিয়া তার বাবার সাথে মোটরসাইকেল যোগে গুনিয়াউক নানার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আদাঐর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয় এবং তার বাবা মো. কাইয়ুম মিয়াকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পালিয়েছে এবং এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD