ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
নিউজ ডেস্ক : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতে সাড়ে ১২শ’ কোটি টাকা লাগবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। মেরামত করা হলে এসব ইভিএম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যাবে।
সোমবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেন, ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ১ হাজার ২৬০ কোটি টাকা চেয়েছে। কমিশন বৈঠকে আমরা অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি দেয়ার জন্য বলেছি। সেটা পাওয়া যাবে কি না, নিশ্চিত করার আমরা একটা চিঠি দিতে বলেছি। সেটা রেডি হয়েছে। মঙ্গলবার পাঠানো হতে পারে।
নুরুল হুদার নেতৃত্বাধীন সাবেক কমিশনের রেখে যাওয়া দেড় লাখ ইভিএম মেশিনের নষ্ট হওয়া ১ লাখ ১০ হাজার মেরামত করতে হবে। বাকি ৪০ হাজার মেশিন ব্যবহার যোগ্য নয় বলে জানান এই কমিশনার।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরও বলেন, টাকার নিশ্চয়তা যদি পাওয়া যায়, আমরা অর্থবছর ভিত্তিক এই অর্থবছরে অর্ধেক দেয়ার জন্য, পরবর্তী অর্থবছরে বাকি অর্ধেক দেয়ার জন্য এ রকম একটা প্রস্তাব করে পাঠাচ্ছি। যদি অর্থ বিভাগ টাকা সংস্থান করে তাহলে আমরা ইভিএমের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হব। ব্যালটে কতটা করব বা ইভিএমে আদৌ করব কি না। কাজেই সবটাই নির্ভর করবে অর্থ প্রাপ্তির ওপর।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD