ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৩
নিউজ ডেস্ক : পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ড. বেনজীর আহমেদ।
শনিবার (১৮ মার্চ) বিকালে এক ফেসবুক পোস্টে এ কথা জানান ড. বেনজির।
সাবেক এই পুলিশ প্রধান বলেন, আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। এমনকি আমার সাথে তার প্রাথমিক পরিচয়ও নেই।
তিনি আরও বলেন, ‘আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়।’
উল্লেখ্য, দুবাইয়ের আরাভ জুয়েলার্সের মালিক আরাভ খান পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার পলাতক আসামি। জেলখানায় নকল আসামি দিয়ে তিনি প্রথমে ভারতে পালিয়ে যান। এরপর সেখান থেকে ভারতীয় পাসপোর্টে দুবাইয়ে প্রবেশ করেন। তার বিরুদ্ধে ১২টি ওয়ারেন্ট রয়েছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD