ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, নারী শিক্ষা প্রসারে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কলেজ জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়ে তার লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একাদশ-দ্বাদশ শ্রেণির গুরুত্ব অপরিসীম।
শফি আহমদ চৌধুরী রোববার (১২ মার্চ) সকালে দক্ষিণ সুরমার নৈখাইস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহি সদস্য ডা. শামীমুর রহমান, শিক্ষাবিদ লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর, দাতা সদস্য হাবিবুর রহমান চৌধুরী, দাতা সদস্য ও হাজী মোহাম্মদ রাজা চৌধুরী ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লী জুলহু মিয়া চৌধুরী, সদস্য আব্দুল হাই খসরু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান,শাহ আহমে-উর রব, জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জমশেদ আলী, যুব নেতা মঈনুল ইসলাম মনজুর, কলেজের সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির চেয়ারম্যান ফখরুল ওয়াহেদ চৌধুরী প্রমুখ। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা বেগম।
পরে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD