ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
নিউজ ডেস্ক : দেশের পাঁচ জেলার নির্বাচন কর্মকর্তাদের বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানকে বদলি করে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানকে হবিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমকে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
ইসি জানায়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৬ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১৯ মার্চ তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD